32 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন ১২ ব্যক্তি ও সংস্থা

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন ১২ ব্যক্তি ও সংস্থা

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন ১২ ব্যক্তি ও সংস্থা

বিএনএ, ঢাকা: ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে শনিবার (৫ জুলাই) শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

এ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে বৃহস্পতিবার (৪ আগষ্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ কথা জানান।

সংবাদ সম্মেলনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পুরস্কার হিসেবে প্রত্যককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।

একনজরে পুরস্কারের জন্য মনোনীত ক্রীড়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানগুলো
আজীবন সম্মাননা: আবদুস সাদেক, ক্রীড়াবিদ: সাবিনা খাতুন, তাসকিন আহমেদ, জিয়ারুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয়, আমিরুল ইসলাম।

ক্রীড়া সংগঠক: মালা রানী সরকার, ফজলুল ইসলাম, ক্রীড়া ফেডারেশন: বাংলাদেশ আরচারি ফেডারেশন, পৃষ্ঠপোষক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), ক্রীড়া সাংবাদিক: খন্দকার তারেক মোঃ নুরুল্লাহ, ক্রীড়া ধারাভাষ্যকার: আতাহার আলী খান।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ