32 C
আবহাওয়া
৫:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

বিএনএ, ভোলা: টানা ৪ দিন পর ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে দেশের ২১ জেলার সঙ্গে আবারও যুক্ত হলো ভোলা। শুক্রবার (৪ আগস্ট) বিকেলে ইলিশা ফেরি ঘাটের দুইটির মধ্যে একটি ঘাট সচল করে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। এরপর সেটি দিয়ে ফেরিতে যানবাহন লোড-আনলোড চলে। পরে লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি।

এর আগে বিআইডব্লিউটিএর দুইটি টাগবেট এনে ঘাট সংস্কার কাজ শুরু করা হয়। পরে লো ওয়াটার ঘাট সচল করা হয় কিন্তু এখনও হাই ওয়াটার ঘাটের সংস্কার কাজ চলছে।

বিআইডব্লিটিসির ব্যবস্থাপনা পরিচালক পারভেজ খান ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে কদম নামের একটি ফেরি ভোলা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

প্রসঙ্গত, গত ১ আগস্ট সকালের দিকে নিম্নচাপের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ভোলার ইলিশা ফেরিঘাটের দুই পল্টুন ছিড়ে যায়। এরপর থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি সার্ভিস।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ