25 C
আবহাওয়া
৮:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শাহ আমানতে স্বর্ণের বারসহ যাত্রী আটক

শাহ আমানতে স্বর্ণের বারসহ যাত্রী আটক

স্বর্ণের বার- ফাইল ছবি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি স্বর্ণসহ রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম বিমানবন্দর শাখা তাকে আটক করে।

আটক মিজানুর রহমান লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার আবু তাহেরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করলে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার, স্বর্ণালঙ্কার, বিদেশি মদ ও আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, কাস্টম অ্যাক্ট ও ফৌজদারি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাকে পতেঙ্গা থানায় সপোর্দ করা হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ