Bnanews24.com
Home » যশোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল দুই ভাই
সব খবর

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল দুই ভাই

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল দুই ভাই

বিএনএ ডেস্ক :যশোরের বাঘারপাড়ায় মেশিন দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।বুধবার (৩ আগস্ট) বিকেলে বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছেন জয়নগর গ্রামের মৃত খেলাফাত হোসেনের ছেলে রুহুল আমিন (৪০) ও তৌহিদুর রহমান (৪২)।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা জানান, বুধবার বিকেলে রুহুল আমিন গবাদি পশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই তৌহিদুর রহমানও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি