Bnanews24.com
Home » বিদেশের পালে এবার দেশের ‘হাওয়া’
টপ নিউজ বিনোদন সব খবর

বিদেশের পালে এবার দেশের ‘হাওয়া’

বিদেশে পালে এবার দেশের ‘হাওয়া’

 

বিএনএ ডেস্ক: দেশিয় সিনেমার পালে খানিকটা হলেও বাতাস দিয়েছে ‘হাওয়া’। মুক্তির পর সপ্তাহ হতে চলেছে তবে সিনেমাটি দেখার জন্য এখনও হলগুলোতে দর্শকের উপচে পড়া ভিড়।

রাজধানীসহ দেশের বিভিন্ন সিনেমা হলে ‘হাওয়া’ এক যোগে মুক্তি দেয়া হয় গত ২৯ জুলাই। মুক্তির পর দর্শকদের নানান রকম প্রতিক্রিয়া আসছে তবে মাল্টিপ্লেক্সগুলোতে এখনও টিকেট সংকট লেগেই আছে। দর্শকের চাপে দুই-তিনদিন আগে অগ্রিম টিকিট কিনে তারপর ‘হাওয়া’ দেখতে হচ্ছে সবাইকে।

এমন সফলতার পর এবার দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে ‘হাওয়া’। দেশের সীমানা ছাড়িয়ে আগামী ১৩ আগস্ট অস্ট্রেলিয়া, ২ সেপ্টেম্বর উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমাটি মুক্তি পাবে কানাডায়ও। এ তথ্য নিশ্চিত করেছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।

বিএনএ/এ আর