27 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - জুলাই ৬, ২০২৫
Bnanews24.com
Home » পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত


বিএনএ, পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনার মাথপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ববনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১০ জন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী, আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ