34 C
আবহাওয়া
১১:৫৫ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৪
Bnanews24.com
Home » সাফ ফাইনালে রাতে কুয়েতের মুখোমুখি ভারত

সাফ ফাইনালে রাতে কুয়েতের মুখোমুখি ভারত

সাফ ফাইনালে রাতে কুয়েতের মুখোমুখি ভারত

বিএনএ, ক্রীড়া ডেস্ক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও কাতার। মঙ্গলবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে। অপরদিকে, কুয়েত ১-০ স্কোরলাইনে বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উঠেছে।

প্রতিপক্ষ কুয়েতকে গুরুত্ব দিলেও বাড়তি সমীহ দেখাতে নারাজ ভারতীয় দল। তা ছাড়া রেকর্ডও ভারতের পক্ষেই কথা বলছে। ২০০৫ সালের পর ঘরের মাঠে ভারতীয় ফুটবল দল কোনো ফাইনাল হারেনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘন বলেছেন, আমাদের লক্ষ্য এখন শুধু কুয়েত। ওরা বেশ শক্তিশালী দল। কুয়েতের কোচও খুব অভিজ্ঞ। কঠিন ম্যাচ হবে। তবে আমরা আশাবাদী। দল হিসেবে লড়াই করব। আমরা আকাশ ছুঁতে চাই। ওরা টেকনিক্যাল ফুটবল খেলে। ব্যক্তিগত দক্ষতার দিক থেকেও ওরা বেশ ভালো। ফিফা র‍্যাংকিংয়ে ১৪১ নম্বর স্থান দিয়ে ওদের বিচার করলে ভুল হবে। সবাই জানে এটা ওদের ফুটবল মানের সঠিক প্রতিফলন নয়। ১০ সেকেন্ড হালকা মেজাজে খেললেই ওরা গোল দিতে পারে।

সাফের গ্রুপ পর্বে কুয়েতের মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। কার্ড সমস্যার জন্য সেমিফাইনালে লেবাননের বিপক্ষে খেলতে পারেননি ঝিঙ্ঘন। এবার ফাইনালে তিনি দলের জন্য অবদান রাখতে চান, আগের ম্যাচে দলকে সাহায্য করতে পারিনি। যেকোনো খেলোয়াড়ের কাছেই এটা হতাশার। কোনো বড় ম্যাচ খেলার সুযোগ আমি হারাতে চাই না। মেহতাব সিং, আনোয়ার আলীরা বেশ ভালো খেলছে। আমাদের ডিফেন্ডারদের মধ্যে ভালো বোঝাপড়া আছে। জয় ছাড়া কিছুই ভাবছি না আমরা। দলের সবাই আত্মবিশ্বাসী।

এই টুর্নামেন্টে ইতিমধ্যেই দুই দল মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে ১-১ গোলে ড্র হয়। তাই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা সমর্থকদের। ঘরের মাঠে দর্শকদের সামনে ভারত খেলবে জেতার জন্য। তবে, ছেড়ে কথা বলবে না কুয়েতও।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ