15 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

বিএনএ, বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ জাহাজে দ্বিতীয় দফায় বিস্ফোরণে লাগা আগুন সাড়ে ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফিরোজ কুতুবী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাজটিতে আর কোনো তেল নেই। সব পুড়ে আজ ভোর সাড়ে ৫টার পর আগুন নিভে যায়। আমরা গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করেছি। অগ্নিনির্বাপণে বরিশাল বিভাগে মজুত থাকা সব ফোম ব্যবহারের পর খুলনা থেকেও ফোম নিয়ে আসা হয়। কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তেল পুড়ে নিঃশেষ হয়ে অবশেষে আগুন নিভেছে। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল,বিএম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ