28 C
আবহাওয়া
৭:৩৮ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » পদ্মা সেতু মনে হয় বিএনপি নেতাদের গলার কাঁটা: তথ্যমন্ত্রী

পদ্মা সেতু মনে হয় বিএনপি নেতাদের গলার কাঁটা: তথ্যমন্ত্রী

বিএনপি নেতাদের কথায় মনে হয় পদ্মা সেতু তাদের গলার কাঁটা: তথ্যমন্ত্রী

বিএনএ ডেস্ক: পদ্মা সেতু হওয়াতে সারাদেশের মানুষ যেখানে উল্লসিত ও গর্বিত, সেখানে বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে তারা ঠিক সমপরিমাণ লজ্জিত এবং পদ্মা সেতু তাদের গলার কাঁটা। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি’র কিছু নেতার বক্তব্যে মনে হচ্ছে, তাদের সত্যিই মানসিক চিকিৎসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, না হলে তারা এভাবে উদভ্রান্তের মতো কথা বলতো না, বিশেষ করে রিজভী আহমেদ। তিনি বেশ কিছু দিন অসুস্থ ছিলেন এবং আমার মনে হয় পুরোপুরি সুস্থ হননি বলেই অসুস্থ মানুষের মতো কথা বলছেন। তার আরো একটু চিকিৎসার দরকার আছে বলে মনে হচ্ছে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আদালত ঘেরাও কর্মসূচি দেবে, এ প্রশ্নের জবাবে সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আদালত ঘেরাওয়ের বক্তব্য সরাসারি আদালতের প্রতি হুমকি স্বরূপ। আমি জানি না আদালত সেটিকে কিভাবে বিবেচনা করবেন, তবে এটি সরাসরি আদালতকে হুমকি দেয়ার শামিল।

এর আগে তথ্য অধিদফতর এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রকাশিত ৬টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ