বিএনএ,কুবি : পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ রৌমারী (পুসার) এর ২০২২-২৩ সালের ১ বছরের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মোকসেদুল মামুন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সেলিম আহমেদ।
রোববার (০৩ জুলাই) নির্বাচন কমিশন কর্তৃক এক বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঘোষণা করা হয়। সংগঠনটির নতুন সভাপতি মোকসেদুল মামুন বলেন, “আমি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায়। আমি ইতোমধ্যেই কিছু পরিকল্পনা করে রেখেছি। আশা করি সুন্দরভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব।”
সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, “আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় নির্বাচন কমিশনের সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার সর্বোচ্চটি দিয়ে চেষ্টা করবো সংগঠনটিকে এগিয়ে নিতে। সকলকে পাশে চাই।” উল্লেখ্য, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়।
বিএনএনিউজ২৪.কম/হাবিবুর রহমান হাবিব/এনএএম
Total Viewed and Shared : 1 65 , 65 views and shared