21 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ


বিএনএ,  স্পোর্টস ডেস্কঃ ডমিনিকার উইন্ডসর পার্কে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হয়ছে। রোববার (৩ জুলাই) উইন্ডসর পার্কে  টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।

উইন্ডসর পার্কে ক্রিকেটের প্রত্যাবর্তনটা সুখকর হয়নি। বৃষ্টিবাধায় পরিত্যাক্ত হয়েছে ম্যাচটি। তবে দ্বিতীয় ম্যাচ নিয়ে আশাবাদী দুদলই। বাংলাদেশ দল চায় টেস্ট সিরিজের দুঃস্মৃতি ভুলে এবারের উইন্ডিজ সফরে প্রথম জয় ছিনিয়ে আনতে। টি টোয়েন্টি ফরম্যাটে ক্যারিবিয়রা বেশ এগিয়ে টাইগারদের চেয়ে। তবুও তাদের হারাতে চায় সাকিব-মাহমুদউল্লাহরা।

একনজরে দুই দলের একাদশ

ওয়েস্ট ইন্ডিজ : কাইল মেয়ার্স, ব্রেন্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, কিমো পল, ওডিন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাকয় ও হায়ডেন ওয়ালশ।

বাংলাদেশ : লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ