বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। বেশ কিছু দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের একজন তিনি।
তবে ক্যারিয়ারের শুরুতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বিদ্যাকে। ছোট পর্দায় অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর অনেক চড়াই উৎরাই পাড়ি দিয়ে বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান।
এক সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, ‘ভাবতাম, আমার দ্বারা কিছু হবে না। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেকবার আমাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ২০০২-২০০৩ সালের দিকে প্রতিদিন কাঁদতে কাঁদতে ঘুমাতে যেতাম। আমার মনে হতো, আর কখনো অভিনয়শিল্পী হতে পারব না। হতাশ লাগত। পরের দিন আবার স্বপ্ন দেখা শুরু করতাম। মনে হতো, নতুন একটা দিন মানে নতুন সুযোগ।’
বর্তমানে অবস্থানে পৌঁছানোর পেছনে মা-বাবার অবদানের কথাও বার বার স্বীকার করেন বিদ্যা।
১৯৯৫ সালে ‘হাম পাঁচ’ সিরিয়ালে মাধ্যমে বিদ্যার টেলিভিশনে অভিষেক হয়। এরপর ২০০৩ সালে ‘ভালো থেকো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘পরিণীতা’ তার প্রথম হিন্দি সিনেমা।
বিএনএনিউজ২৪/এমএইচ