22 C
আবহাওয়া
১১:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » লংগদুতে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

লংগদুতে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির লংগদুতে গলায় ফাঁস দিয়ে নিজ বাড়িতে এক তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৪ জুন) লংগদু’র বাইট্টাপাড়া তিনটিলা নামক এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, নিহতের মা টিসিবি পণ্য নেওয়ার জন্য বাড়ির বাহিরে যান। কিন্তু গিয়ে দেখেন টিসিবি’র কার্ড ফেলে আসছেন। পরবর্তীতে কার্ড নিতে বাড়ি গেলে দরজা জানালা বন্ধ দেখে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খুলে দেখেন মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের নাম- জেসমিন আক্তার (১৯)। সে একই এলাকার প্রবাসী জাহাঙ্গীর আলম জাবেদের মেয়ে এবং লংগদু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় লংগদু বাইট্টাপাড়ার তিনটিলায় নিজের বসতঘরে পরিবারের অজান্তে ঘরের দরজা-জানালা বন্ধ করে গলায় ফাঁস দেয় জেসমিন। বাসায় কোন রকম ঝামেলাও হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ