19 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » মোংলা বন্দরে শতাধিক গাড়ি নিলামে

মোংলা বন্দরে শতাধিক গাড়ি নিলামে


বিএনএ, যশোর : মোংলা বন্দর জেটিতে রক্ষিত ১০৭টি আমদানিকৃত বিভিন্ন মডেলের রিকন্ডিশন্ড গাড়ি ও অন্যান্য মালামাল নিলামে তুলেছে মোংলা কাস্টম হাউজ। বন্দর দিয়ে আমদানি করা গাড়িগুলো দীর্ঘদিন ধরে খালাস করেননি আমদানিকারকরা।

সোমবার (৩ জুন) বিকেলে মোংলা কাস্টম হাউজের ওয়েবসাইটে নিলামযোগ্য গাড়ি ও অন্যান্য মালামালের চূড়ান্ত ক্যাটালগ প্রকাশ করা হয়েছে।

আগামী ৫ জুন সকাল সকাল সাড়ে ৯ টা থেকে ৬ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ কাস্টমসের ই-অকশন ওয়েবসাইটে যেকোনো ব্যক্তি নিবন্ধন করে বিড করতে পারবেন।

নিলামে তোলা পণ্যের মধ্যে রয়েছে টয়োটা, করোলা, নিশান, লেক্সাস, হাইছি ও নোয়াসহ বিভিন্ন ব্রান্ডের ১০৭ টি গাড়ি।নিলামে ওঠা গাড়ির মধ্যে ১৯৯৩, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ২০০৬, ৭, ৮, ৯, ১১, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ সালের বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে।

অনলাইনের পাশাপাশি সিল্ড টেন্ডারেও নিলামে অংশগ্রহণ করা যাবে। এর জন্য ৬ জুন সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোংলা, খুলনা, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে রক্ষিত বাক্সে দরপত্র জমা দিতে হবে।

মোংলা কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা মো: শফিকুল ইসলাম বলেন, আগামী ১০ জুন নিলামে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হবে। মোংলা বন্দর দিয়ে আমদানি করা এসব গাড়ি ৩০ দিনের মধ্যে ছাড় করানোর নিয়ম থাকলেও সংশ্লিষ্ট আমদানিকারকেরা তা করেননি। এরপর আমদানিকারকদের আরও ১০ কার্যদিবস সময় দেওয়ার পরও গাড়ি ছাড় না করায় নিয়মানুযায়ী পর্যায়ক্রমে নিলামে ওঠানো হচ্ছে এসব গাড়ি।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ