21 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কুবিতে মৌন মিছিল

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কুবিতে মৌন মিছিল


বিএনএ, কুবি : সর্বজনীন পেনশন স্কীম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন।

মঙ্গলবার (৪ জুন) বেলা ১১ টায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখান থেকে মৌন মিছিল করে গোল চত্বরে সাময়িক অবস্থানের পর মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কর্মসূচিটি শেষ হয়।

মানববন্ধনে অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেক হোসেন মজুমদার বলেন, ‘সর্বজনীন পেনশন স্কীমটা একটি ভালো উদ্যোগ। তবে, কাদের জন্য এই স্কিম? আমরা যারা পূর্ব থেকেই পেনশনের আওতায় আছি তাদেরকে কেন আবার পেনশনের আওতায় আনতে হবে এই প্রশ্নটা সরকারের কাছে আমার রয়ে গেল। পূর্বের ন্যায় পেনশন স্কিম বহাল রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন বলেন,  ‘অর্থ মন্ত্রণালয় যে পেনশন স্কিম চালু করেছে সেটাতে পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আজকের মানববন্ধন ও মৌন মিছিলের মাধ্যমে সরকার কে জানিয়ে দিতে চাই পাবলিক বিশ্ববিদ্যালয় যেন এই অন্তর্ভুক্তির মধ্যে না থাকে। এই প্রজ্ঞাপন থেকে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহকে বাদ দেয়া না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হবো।’

বিএনএ/আদনান, এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ