22 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ,ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ,ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়


বিএনএ, ক্রীড়া ডেস্ক : শনিবার (৩ জুন) ইসরায়েলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৩-২ গোলে হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুইবার এগিয়ে গিয়েও অতিরিক্ত সময়ে গোল খেয়ে হেরে গেছে সাবেক চ্যাম্পিয়নরা। এর ফলে    সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইসরায়েল।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো হেভিওয়েট দলগুলো।কলম্বিয়াকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইতালি। অন্যদিকে নাইজেরিয়া কোয়ার্টার ফাইনালে খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, উরুগুয়ের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। রোববার (৪ জুন) রাত সাড়ে ১১টায় নাইজেরিয়া ও দক্ষিণ কোরিয়া, রাত ৩টায় উরুগুয়ে ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে।

ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইসরায়েলের বিপক্ষে হেরে।  ইতালির বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। পরে গ্রুপ পর্বে দুই জয়ে ঘুরে দাঁড়ায় দলটি। ডমিনিকান রিপাবলিকের বিরুদ্ধে ৬-০ গোলে ও নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে নকআউট পর্বের টিকিট পায় তারা। নকআউটে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পায় তিউনিসিয়াকে। সে ম্যাচেও ৪-১ গোলের জয় তুলে নেয় দলটি।

অন্যদিকে শেষ ষোলোয় আর্জেন্টিনা হেরেছে নাইজেরিয়ার কাছে। টুর্নামেন্টে তাদের যাত্রা শুরু হয়েছিল উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয়ে। গ্রুপ পর্বে পরের দুই ম্যাচেও জয় পায় তারা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র