25 C
আবহাওয়া
১:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত


বিএনএ, কুমিল্লা : কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সিএনজি-চালিত একটি অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে। শনিবার (৩ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে দক্ষিণ উপজেলার বিজয়পুর জেলখানাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি পাকামুড়া এলাকা মো. সোহাগ (৩৪) ও তার ছেলে অটোরিকশাচালক সোহেল (১৪)।

স্থানীয়ভাবে জানা গেছে, সিএনজি চালক সোহাগ তার লাকসামের মুদাফফরগঞ্জের বাড়ি থেকে ছেলেকে নিয়ে দাদার বাড়ি কালির বাজারে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে দুর্ঘটনায় দুজন নিহত হন।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার বলেন, বিজয়পুর বাজারের রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা। পরে ট্রেনে আটকে আরও আধা কিলোমিটার ছেঁচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা বাবা-ছেলে দুইজনই ঘটনাস্থলে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানায় রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ