বিএনএ, কুবি: প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ স্কাউটস পুরো দেশ থেকে রোভার সদস্য বাছাই করে হজ ক্যাম্পে দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ‘রোভার স্কাউটস’ থেকে সুযোগ পেয়েছেন অর্থনীতি ১১তম ব্যাচের শিক্ষার্থী মো. রাশেদুল আমীন।
এ ক্যাম্পে রোভার স্কাউটের সদস্যরা হজের উদ্দেশ্যে আগত হজ যাত্রীদের প্রয়োজনীয় সকল সেবা প্রদান করেন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস থেকে সুযোগ পাওয়া মো. রাশেদুল আমীন বলেন, হজ যাত্রীদের সেবা প্রদান করার সুযোগ পাওয়া এটা সত্যিই অনেক প্রাপ্তির জায়গা। আমি হয়তো স্কাউটস এ সম্পৃক্ত হওয়ার কারনেই এই সুযোগ পেয়েছি। বাংলাদেশ স্কাউটস ও কুবি রোভারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এ সুযোগ করে দেয়ার জন্য।
উল্লেখ্য,কুমিল্লা জেলা রোভার এর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবার ৫ জন সুযোগ পেয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ পেয়েছেন মো. রাশেদুল।
বিএনএ/ হাবিবুর রহমান, ওজি