31 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - মার্চ ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রুশ সাংবাদিক পেল ইউক্রেনের নাগরিকত্ব

রুশ সাংবাদিক পেল ইউক্রেনের নাগরিকত্ব


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার বিখ্যাত সাংবাদিক আলেক্সান্ডার নেভজোরভকে নাগরিকত্ব দিয়েছে ইউক্রেন। ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানিয়ে তিনি স্ত্রীসহ রাশিয়া থেকে পালিয়েছিলেন।

‘বিশেষ সেনা অভিযানের’ বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ওই সাংবাদিককে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। চলতি বছরের মার্চ মাসেই রাশিয়া থেকে পালান সাংবাদিক আলেক্সান্ডার নেভজোরভ।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কিয়েভ আলেক্সান্ডার নেভজোরভের নাগরিকত্বের আবেদন গ্রহণ করেছে। নাগরিকত্ব দেওয়া হয়েছে তার স্ত্রীকেও।

নাগরিকত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে টেলিগ্রামে পোস্ট দিয়েছেন আলেক্সান্ডার নেভজোরভ। তিনি বলেছেন, যুদ্ধ একটা অপরাধ, ইউক্রেন এই যুদ্ধের ভুক্তভোগী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ