বিএনএ বিশ্বডেস্ক : ঘানার সোনার খনি ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে বৃহস্পতিবার (০৩ জুন) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
ঘানা পুলিশ জানায়, বুরকিনা ফাসো সীমান্তবর্তী ঘানার পূর্বাঞ্চলের তলানসি জেলার জিবানির দুর্গম খনি এলাকায় সোমবার (৩১ মে) রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এ খনি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার অনেক পরে সেখানে উদ্ধার অভিযান শুরু হয় এবং বৃহস্পতিবার পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘানায় ছোট আকারের বিভিন্ন সোনার খনিতে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। স্থানীয়ভাবে এসব স্বর্ণ খনি ‘গালামসি’ নামে বেশি পরিচিত।