বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে অবৈধ উপায়ে ডিজেল সংগ্রহপূর্বক ক্রয়-বিক্রয় করার অপরাধে আব্দুর শুক্কুর প্রকাশ বাল্লা (৪০) নামক একব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার ( ৩ জুন) কর্ণফুলী থানাধীন দক্ষিণ শাহমিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫ লাখ ৪৪ হাজার টাকার ৮ হাজার লিটার চোরাইকৃত তেল জব্দ করা হয়। গ্রেপ্তার শুক্কুর শাহমীরপুর এলাকার মৃত মো. আলীর ছেলে।
র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, কর্ণফুলী থানাধীন দক্ষিণ শাহমীরপুর এলাকার আব্দুর শুক্কুর প্রকাশ বাল্লা এর ভাড়া ঘরে অবৈধভাবে বিক্রয় করার উদ্দেশ্যে চোরাই ডিজেল মজুদ করছে বলে অভিযোগ পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ৮ হাজার লিটার চোরাইকৃত ডিজেল জব্দ করা হয়। যার মূল্য ৫ লাখ ৪৪ হাজার টাকা। সে দীর্ঘদিন যাবৎ বিদেশ থেকে আগত শীপ হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ডিজেল সংগ্রহপূর্বক ক্রয়-বিক্রয় করে আসছে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ২৪/আমিন,এসজিএন