বিএনএ, বিশ্ব ডেস্ক : মহামারি করোনায় ভারতে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭১৩ জন মানুষ। একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭১ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪০ হাজার ৭০২ জনে। শুক্রবার হিন্দুস্তান টাইমস তথ্য জানায় ।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৭১৩ জনের। এর আগে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল দুই হাজার ৮৮৭ জনের। অর্থাৎ মৃত্যু ধীরে ধীরে কমছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক লাখ ৩২ হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত দুই কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, করোনা মোকাবিলায় উন্নত দেশগুলি হিমশিম খেলেও ভারত ধৈর্য ও পরিকল্পনার জোরে এগিয়েছে। তবে দেশটিতে দৈনিক দেড় লাখের কাছাকাছি সংক্রমণ ও প্রায় তিন হাজার মৃত্যু নিয়ে বৈশিষ্ট্য পরিবর্তন করে ভাইরাসটি যখন আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে তখন এই ঘোষণা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বছরের শেষে দেশটিতে করোনার তৃতীয় ঢেউ আরও ঘাতক রূপ নিতে পারে।
বিএনএনিউজ/জেবি