25 C
আবহাওয়া
৪:১১ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ৫৯ চীনা প্রতিষ্ঠানে বিনিয়োগ বন্ধ করছেন যুক্তরাষ্ট্র

৫৯ চীনা প্রতিষ্ঠানে বিনিয়োগ বন্ধ করছেন যুক্তরাষ্ট্র

বাইডেন

বিএনএ, বিশ্ব ডেস্ক : আমেরিকানরা চীনা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবেন না এমন নিষেধাজ্ঞাজারি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত চীনের প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়ক কয়েকডজন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আনছেন তিনি।

যুক্তরাষ্ট্রের দেয়া নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞাটি। এটা কার্যকর হলে ৫৯টি চীনা ফার্মে আমেরিকানরা আর বিনিয়োগ করতে পারবেন না। নিষিদ্ধ কোম্পানিগুলোর মধ্যে মোবাইল ব্রান্ড হুয়াওয়ে রয়েছে। এই সিদ্ধান্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছিল। তখন নিষিদ্ধের তালিকায় ছিল ৩১ কোম্পানি। বাইডেন এসে তা সম্প্রসারিত করে ৫৯ করলেন।

নতুন আদেশ অনুযায়ী, কোম্পানিগুলোর মধ্যে চায়না জেনারেল পাওয়ার কর্পোরেশন, চায়না মোবাইল লিমিটেড ও কোর্সটার গ্রুপও রয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ