বিএনএ, ঢাকা: আগামী ১০ জুন সূর্যগ্রহণ। দুপুর ১টা ৪২ নাগাদ গ্রহণ শুরু হবে। সন্ধ্যে ৬ টা বেজে ৪১ অবধি মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে। উত্তর আমেরিকা ও ইউরোপে এই সূর্যগ্রহণ পরিষ্কার ভাবে দেখা যাবে বলে জ্যোতির্বিদরা জানান। তবে এশিয়া এবং উত্তর কানাডা, গ্রিনল্যান্ড এবং রাশিয়াতেও আংশিকভাবে এই গ্রহণ দেখা যাবে।
এই গ্রহণে সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এমন ভাবে চলে আসবেযাতে চাঁদের ছায়া সূর্যের ৯৪.৩ শতাংশ ঢেকে ফেলবে। এর ফলে এই গ্রহণে ‘রিং অফ ফায়ার’ দেখা যাবে।
২০২১ -এ আরও একটি সূর্যগ্রহণ রয়েছে। ডিসেম্বরের চার তারিখ এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারত বা বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণটিও দেখা যাবে না। দ্বিতীয় সূর্যগ্রহণ কেবলমাত্র অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, আটলান্টিকের দক্ষিণ অংশ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে দেখা সম্ভব হবে।
বছরের প্রথম গ্রহণটি হয়েছে ২৬ মে। এটি ছিল চন্দ্রগ্রহণ। দেশের বেশিরভাগ জায়গা থেকেই এটি দেখা যায়নি। সূর্যগ্রহণেও সেই একই ঘটনা ঘটতে চলেছে। যেহেতু ভারত থেকে দেখা যাবে না, তাই ধর্মীয় বিধি-নিষেধও নেই। সূত্র : ভারতীয় পত্রিকা অবলম্বনে।
বিএনএনিউজ/এসজিএন