18 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রূপপুরে রুশ নারীর মরদেহ উদ্ধার

রূপপুরে রুশ নারীর মরদেহ উদ্ধার


বিএনএ, পাবনা : পাবনার ঈশ্বরদীতে রূপপুরে নির্মানাধীন (আরএনপিপি) পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে রিয়াবোভা গুলনারা (৫১) নামের এক রুশ নারীর মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে গ্রিনসিটির একটি আবাসিক ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারী রূপপুর প্রকল্পে এএসই নামে একটি রাশিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশের ভাষ্য, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মত অফিসের ডিউটি শেষ করে বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। পরে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন সহকর্মীরা। সকাল সাড়ে ১০ টার দিকে গিয়ে দড়জা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তর প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ