16 C
আবহাওয়া
৪:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সিএমপি স্কুল ও কলেজ লাইব্রেরির আধুনিকায়নে মাইডাস সেফটি

সিএমপি স্কুল ও কলেজ লাইব্রেরির আধুনিকায়নে মাইডাস সেফটি


বিএনএ,চট্টগ্রাম: স্বনামধন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) স্কুল এন্ড কলেজের লাইব্রেরির আধুনিকায়ন ও শিক্ষা সহায়তায় সিএমপির পাশে দাঁড়ালো বহুজাতিক সেফটি হ্যান্ড গ্লোভস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘মাইডাস সেফটি বাংলাদেশ’ (ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড প্রটেকশন লিমিটেড)। চট্টগ্রাম ইপি জেড এর অন্তর্ভুক্ত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সবসময় সচেষ্ট।

সোমবার (৩ মে) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের হাতে ১৯ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় মাইডাস এর পক্ষে চেক হস্তান্তর করেন মাইডাস সেফটির জেনারেল ম্যানেজার মইনুল হোসাইন।

এ সময় প্রতিষ্ঠানের মহা-ব্যবস্থাপক মইনুল হোসাইন বলেন, মাইডাস সেফটি বাংলাদেশ বাংলার মানুষের আর্থ-সামাজিক ও শিক্ষার মান উন্নয়নে সবসময় পাশে থাকবে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। মাইডাস সেফটি করোনাকালীন সময় থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশে থেকে অসহায় মানুষের সাহায্যার্থে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উপস্থিত ছিলেন মাইডাস সেফটির মানবসম্পদ ও প্রশাসনের বিভাগীয় প্রধান অতনু গুপ্ত, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ- পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ