32 C
আবহাওয়া
১:২৬ অপরাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার অভিযোগ

ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার অভিযোগ


বিএনএ, ঢাকা :  বঙ্গবাজার আগুন এর ঘটনায় উৎসুক জনতার হামলায় আহত ফায়ার মিডিয়া রবিউল ইসলাম অন্তর ও ফায়ার ফাইটার আতিকুর রহমান আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আগুন নিয়ন্ত্রণ আনতে দেরি হওয়ায় জনতা ফায়ার সার্ভিসে অফিসে হামলা করে। এতে তারা আহত হয়।

বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন বাতাসের কারণে দ্রুত আশপাশের বহুতল ভবনেও ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সব বাহিনীর সদস্যরা। এরই মধ্যে সেখানে কাজ শুরু করেছে বিমানবাহিনীর হেলিকপ্টার।মঙ্গলবার(৪ এপ্রিল) সকাল ৯টার পর থেকে বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা গেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট যোগ দেয়।

তাদের সহায়তায় ঘটনাস্থলে আসেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবি ও র‌্যাবের সদস্যরা।

এদিকে বঙ্গবাজার অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের ধোঁয়ায় কল্যাণপুর ফায়ার সার্ভিস এর ফায়ারম্যান মেহেদী হাসান ৩৫) অসুস্থ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিএনএনিউজ২৪, আহা, জিএন

Loading


শিরোনাম বিএনএ