30 C
আবহাওয়া
৮:২৬ অপরাহ্ণ - মার্চ ১২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন

রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন


বিএনএ, ঢাকা : রাজধানীর হাতিরঝিলে ব্রিজের ওপর একটি চলন্ত গাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে দুপুর ১টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি চলন্ত প্রাডোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার সময় গাড়িতে থাকা চালক ও মালিক দ্রুত নেমে পড়েন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাডোতে কোনো ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে হাতিরঝিল এলাকায় দুটি ইউনিট পাঠানো হয়। সেখানে একটি প্রাডোতে লাগা আগুন নির্বাপণ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪৫ লাখ টাকা।

তবে আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ