বিএনএ, ঢাকা: গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাচালক রিতন মিয়া (৩৫) নিহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেছে। এতে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে শ্রীপুরের নতুন বাজার এলাকায় নিহতের স্বজন ও চালকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রিতন মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তকওয়া পরিবহনের একটি বাসের চালকের সঙ্গে রিতন মিয়ার তর্ক হয়। এ সময় বাসটি থামতে না চাইলে রিতন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মাওনা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, তকওয়া পরিবহনের বাসচালক জনিকে আটক করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ শামীম বলেন, ‘সকাল ৯টা থেকে বিক্ষোভ চলছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সড়ক অবরোধের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।’
বিএনএনিউজ/ আরএস/শাম্মী