বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে সাতকানিয়া এওচিয়া ইউনিয়নের চনখোলা গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত ১০টার দিকে নেজাম ও তাঁর সঙ্গে ৮-১০ জন কাঞ্চনা ইউনিয়ন থেকে ছনখোলা গ্রামে যান। এ সময় মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাঁদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় স্থানীয় কিছু লোক। তবে তাঁরা সেখানে কেন গিয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
এ সময় ডাকাত পড়েছে সন্দেহে মসজিদের মাইকে ঘোষনা দিলে, গ্রামবাসী তাদেরকে ঘিরে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলেই নেজাম উদ্দিন ও সালেহ নামে দুজনের মৃত্যু হয়।
আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেলে এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন গুলি করতে করতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৬টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
মাইকে ডাকাতের গুজব ছড়িয়ে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতদের স্বজনদের। এর জন্য এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিককে দোষারোপ করছেন তারা। অপরদিকে, আহত ও তাদের স্বজনদের দাবি ডাকাত দলের গুলিতে তারা আহত হয়েছেন।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশ ও সাতকানিয়া থানা পুলিশ। প্রকৃতপক্ষে কী ঘটনা ঘটেছে তা তদন্ত করা হবে বলে জানান এসপি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ‘উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে দুজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। উদ্ধার শেষে লাশ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আরও চার-পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।’
বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী