19 C
আবহাওয়া
১২:২৫ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে সুগার মিলের আগুন ৬ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি

চট্টগ্রামে সুগার মিলের আগুন ৬ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি


বিএনএ, চট্টগ্রাম : ছয় ঘন্টা পরও চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার আওতাধীন ইছানগর এলাকার এস আলম রিফাইন্ড সুগার মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
সোমবার রাত ১০টা পর্যন্ত সময়েও আগুন জ্বলছিল।

চট্টগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। রাত সাড়ে আটটার দিকে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌবাহিনী।

আগুন যাতে আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, আমরা যতটুকু তথ্য পেয়েছি, ভেতরে কেউ আটকা পড়েনি।

এদিকে এস আলম শিল্প গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন রমজান ঘিরে মজুত করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনির পুরোটাই আগুনে পুড়ে গেছে।

সোমবার বিকেল পৌনে চারটার দিকে ওই কারখানায় আগুন লাগে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ