22 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলে উঠলেন ফুলপরী

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলে উঠলেন ফুলপরী

বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব হলে উঠলেন ফুলপরী

বিএনএ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন ক্যাম্পাসে ফিরেছেন। শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাবনা ও কুষ্টিয়া পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে ক্যাম্পাসে দিয়ে যান। এর আগে বুধবার (১ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদেশে অস্থায়ীভাবে বহিষ্কার হয় অভিযুক্ত অন্তরাসহ পাঁচজন।

হাইকোর্ট আরো নির্দেশ দেন ভুক্তভোগী ফুলপরী যে হলে থাকতে চায় সে হলের আবাসিকতা দেয়ার।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ গণমাধ্যমকে বলেন, ফুলপরীর পছন্দমতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে তাকে তুলে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ওই নবীন ছাত্রী ফুলপরীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে। পরে হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ কর্তৃক গঠিত আরো তিনটি তদন্ত কমিটি গঠিত অভিযোগের সত্যতা পায়।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ