বিএনএ, বিশ্বডেস্ক: বসবাসের বৈধ কাগজপত্র না থাকায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের থানে জেলা থেকে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্যপুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১০ জনই নারী।
বুধবার (১ মার্চ) এবং বৃহস্পতিবার (২ মার্চ) মধ্যবর্তী রাতে নাভি মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। শনিবার (৪ মার্চ) বিষয়টি জানিয়েছে স্থানীয় প্রশাসন।
রাবালে পুলিশ স্টেশনের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নাভি মুম্বাইয়ের ঘনসলি এলাকায় বিয়ের অনষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে; এমন খবর পেয়েই ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। কোনো প্রকার ভিসা ও পাসপোর্ট ছাড়া তারা ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বসবাস করছেন বলেই দাবি পুলিশের। এই ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।
বিএনএ/এমএফ