বিনোদন ডেস্ক: কর্মজীবনের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিশ্বজুড়ে নজির গড়েছে ‘পাঠান’ ছবি। সেই সাফল্যের খুশি এখনো শেষ হয়নি। এরই মধ্যে আরেক খবরে আনন্দের জোয়ার বইছে ভারতে। অস্কারের ৯৫তম আসরে দেখা যাবে দীপিকাকে। এ বছর অ্যাকাডেমি কর্তৃপক্ষ অস্কার বিতরণকারীদের নামের তালিকা প্রকাশ্যে এনেছে। একমাত্র ভারতীয় হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম রয়েছে সেই তালিকায়।
৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায়। মনোনীত সিনেমা এবং সেগুলোর কলাকুশলীদের পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা।
এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডোয়াইন জনসন, মাইকেল জর্ডান প্রমুখের সঙ্গে সেখানেই নাম ঝলমল করছে বলিউড তারকা দীপিকার। সামাজিক যোগাযোগমাধ্যমে সে তালিকা ভাগ করে নিয়েছেন দীপিকা নিজেই। তারপরই শুভেচ্ছাবার্তার বন্যা। করতালির ইমোজিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীপিকার স্বামী রণবীর সিং। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সতীর্থরাও।
ভারতীয় হিসাবে দীপিকাই প্রথম নন, এর আগে ২০২২ সালে প্রিয়াংকা চোপড়া গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছর ভারতের জন্য অনেকখানি রোমাঞ্চ অপেক্ষা করে আছে।
অস্কার দৌড়ে এগিয়ে আছে দেশের তিন ছবি। এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দু’টি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হল বাঙালি শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গনজালভেজ পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।
বিএনএনিউজ২৪/ এমএইচ