35 C
আবহাওয়া
১:৫০ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » যুদ্ধবিমান চাইলেন জেলেনস্কি

যুদ্ধবিমান চাইলেন জেলেনস্কি


বিএনএ, বিশ্বডেস্ক : ন্যাটোর কাছে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর আবেদন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।বৃহস্পতিবার (৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ আবেদন জানান। খবর বিবিসি।

জেলেনস্কি বলেন, ‘যদি আপনাদের আকাশ বন্ধ করার (ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন কার্যকর করার) ক্ষমতা না থাকে, তাহলে আমাকে উড়োজাহাজ দিন। আমরা যদি আর না থাকি, তাহলে ঈশ্বর না করুন, লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া পরবর্তী লক্ষ্য হবে।’

লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ন্যাটো প্রতিরক্ষা জোটের অংশ। এর অর্থ, রাশিয়া যদি এসব দেশের কোনোটিকে আক্রমণ করে তবে ন্যাটোর সব সদস্যের সঙ্গে মস্কোর যুদ্ধ শুরু হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ