24 C
আবহাওয়া
১:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জবি ছাত্রী হলের প্রভোস্ট ড. শামিমা, হাউজ টিউটর ড. প্রতিভা

জবি ছাত্রী হলের প্রভোস্ট ড. শামিমা, হাউজ টিউটর ড. প্রতিভা


বিএনএ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট ও হাউজ টিউটর নিয়োগ দেয়া হয়েছে। এতে অনুজিব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগমকে প্রভোস্ট ও আধুনিক ভাষা ইনিস্টিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারকে হাইজ টিউটর (আবাসিক শিক্ষক) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দুজনেই আগামী দুই বছরের জন্য স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনুজিব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগমকে দুই বছরের জন্য বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত করা হলো।  আধুনিক ভাষা ইনিস্টিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারকে দুই বছরের জন্য হাইজ টিউটর (আবাসিক শিক্ষক) হিসেবে নিয়োগ দেয়া হলো।

বিএনএনিউজ/এসবি,মনির

Loading


শিরোনাম বিএনএ