23 C
আবহাওয়া
১২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » শাহজালালে ৪৫টি সোনার বার উদ্ধার

শাহজালালে ৪৫টি সোনার বার উদ্ধার

বার

বিএনএ, ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ফেরত এক যাত্রীর কাছ থেকে ৫ কেজির বেশি ওজনের ৪৫টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দ করা এ সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (৩ মার্চ) রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর সোনাসহ যাত্রী আবুল খায়েরকে আটক করা হয়।  ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্দেহ হলে আবুল খায়েরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে সোনা থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি। পরে তাকে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর সঙ্গে থাকা কালো রংয়ের ছোট একটি ব্যাগ থেকে ৪৫টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৫ কেজি ২২০ গ্রাম। ওই যাত্রীর বাড়ি কুমিল্লায়। সোনা জব্দের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং যাত্রীকে থানায় সোপর্দ করা হবে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ