28 C
আবহাওয়া
৬:২১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ৯৭

চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ৯৭


বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৭২টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৯১ জন এবং উপজেলায় ৬ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ হাজার ২৯০ জন।বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩৫টি নমুনা পরীক্ষায় ৬জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৪২টি নমুনা পরীক্ষায় ১০জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫২৬টি নমুনা পরীক্ষায় ৪৯জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষায় ১২জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষায় ৯ জন,  চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯টি নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৪টি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭ টি ল্যাবে ১ হাজার ৪৭২টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। যাদের নগরে নগরে ৯১ জন এবং উপজেলায় ৬ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ২৯০ জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ