ঢাকা : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি পরিচালিত সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি করছে।
মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি ২০২৫) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ÔConsultative workshop the future of social protection in Bangladesh: Talking stock of key innovationsÕ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ভবিষ্যতের করণীয় বিষয় ক্যাশ প্লাস-সহ এমআইএস সিস্টেমের মাধ্যমে নিবিড় পরিবীক্ষণ দ্বারা দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্যতা থেকে পরিত্রাণ সম্ভব।
উপদেষ্টা বলেন, মহিলাদের আত্মনির্ভরশীল করতে এবং তাদের নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ রাখতে রাষ্ট্রের দায়িত্ব আছে। যারা খুব বয়স্ক আছেন তাদের প্রতিও রাষ্ট্রের দায়িত্ব আছে। তিনি আরো বলেন, অঙ্গহীন স্বাবলম্বী, দরিদ্র তরুণ যুব ও মহিলা যারা সুস্থ আছেন তাদের সকলকে ভাতাভিত্তিক না করে তাদের অর্থনৈতিক সক্ষমতার জায়গায় নিয়ে আসা দরকার। এ লক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি এ বিষয়ে বিশ্বব্যাংক এবং অন্যান্য অংশীদারদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এস মুরশিদ আরো বলেন, হাজার হাজার কোটি টাকা অপচয় করা এবং দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া সেই রাষ্ট্রের অনেক সক্ষমতা আছে, যদি সেই অর্থটা ভালোভাবে, সুন্দরভাবে, সুব্যবস্থা করে কাজে লাগানো যায়। সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে অর্থের জায়গাটা কিন্তু বিষয় নয়, বিষয়টা হচ্ছে পরিকল্পনার বিষয় এবং কৌশলগত দিক থেকে একটা পরিবর্তন আনা। তিনি বিদ্যমান উদ্ভাবনী ক্যাশ প্লাস প্রোগ্রামগুলোর নকশাকে শক্তিশালী করার জন্য একটি রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করেন। GOB অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে আর্থিকভাবে স্কেল-আপ পরিকল্পনাগুলোকে সংহতকরণে ডেটা এবং উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করা এই সিস্টেমগুলোর কেন্দ্রীয় বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠিত কর্মশালায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন, বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ শ্রায়ানা ভট্টাচার্য, অর্থ বিভাগের যুগ্মসচিব আবুল বাশার মোঃ আমির উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান-সহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিএনএ,এসজিএন