18 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান অব্যাহত

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান অব্যাহত

যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

ঢাকা : ঢাকা জেলার খিলগাও থানাধীন নন্দীপাড়া গোলাবাড়ী ব্রিজ সংলগ্ন এলাকার আশপাশে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রায় ৪০টি বাড়ির ১২০টি অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ২ হাজার ৫২০ সিএফটি অবৈধ গ্যাসের ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। এ সময় ৪টি ডাবল বার্নারের চুলাও জব্দ করা হয়।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)এছাড়া দুইটি ওয়াশিং প্লান্ট এ অবৈধভাবে গ্যাস ব্যবহার পরিলক্ষিত হওয়ায় ১ ইঞ্চির সার্ভিসটি ডাউন দিয়ে সংযোগ দুটি কিল করা হয়। এতে ঘণ্টা প্রতি ১ হাজার ২শ’ সিএফটি অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে। অভিযানে ২শ’ ফুট পাইপ জব্দ করা হয়।

 

এছাড়া আবাসিক শ্রেণির একজন অবৈধ গ্রাহককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

 

জোবিঅ-টাংগাইল, আবিবি-চন্দ্রা’র সহযোগিতায় হিজলতলী, কালিয়াকৈর, গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ২টি স্পটের মোট ৫০টি আধাপাকা বাড়ি ও ২টি ভবনের অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নসহ হাউজলাইন অপসারণ ও অবৈধ সরঞ্জামসমূহ জব্দ করা হয়। এতে মোট ৪৬টি অবৈধ চুলার বিপরীতে ঘণ্টাপ্রতি ৯৬৬ ঘনফুট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

 

এসময় ৩/৪ ইঞ্চি ব্যাসের ১৭০ ফুট পাইপলাইন ও ১ ইঞ্চি ব্যাসের ১০ ফুট পাইপলাইন অপসারণপূর্বক জব্দ করা হয়েছে।

 

অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪টি মামলায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানুয়ারি মাসব্যাপী তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে পরিচালিত মোবাইল কোর্টের পরিসংখ্যান

সূত্র জানায়, সারা দেশে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান চলমান রয়েছে। তিতাস গ্যাসের আওতাধীন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা-সহ ডেমরা, কেরাণীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং তিতাসের জনবলের সমন্বয়ে এ সকল অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

চলমান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও ফজলে ওয়াহিদের নেতৃত্বে ২০২৫ সালের জানুয়ারি মাসব্যাপী মোট ৫৫টি অভিযান পরিচালনা করে ২৭টি মামলা দায়ের করা হয়েছে। এতে মোট ২৭ জন আসামিকে ১১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গ্রেফতার ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান অব্যাহত অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৯.৯৪ শতাংশ প্রতিবন্ধীদের ভাতার পরিবর্তে আর্থিক স্বাবলম্বী হবার সুযোগ দিতে হবে--- সমাজকল্যাণ উপদেষ্টা নতুন প্রক্রিয়ায় মার্কিন ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি ফারুক খানের ফেসবুকে স্ট্যাটাস, কারা অধিদপ্তরের ব্যাখ্যা এ্যাকশানে সিএমপি,আওয়ামী লীগ-ছাত্রলীগের আরও ৪৬ নেতাকর্মী গ্রেফতার