বিএনএ ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করার দায়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তাদের কাছ থেকে ১২লক্ষ টাকা, ৭টি স্মাট ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। শনিবার(৪ ফেব্রুয়ারি) সকালে সীমান্ত এলাকার মাটিলা থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হল, সাগর দাউদ বিশ্বাস, তাঁর স্ত্রী প্রাদনিয়া ও কন্যা শিশু মিষ্টি। তারা ভারতের মুম্বাই শহরের বাহারাট নগরের বাসিন্দা।
৫৮ বিজিবির পরিচালক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহেশপুর উপজেলার মাটিলা ক্যাম্পের বিজিবির সদস্যরা সীমান্তে অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন ভারতীয় নাগরিক সাগর দাউদ বিশ্বাস, প্রাদনিয়া ও মিষ্টিকে আটক করা হয়।
এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ১২লক্ষ টাকা, ৭টি স্মাট ফোন, ২টি হাত ঘড়ি ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
বিএনএ/ আতিক রহমান, ওজি