24 C
আবহাওয়া
১০:০৯ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » এবার ফেসবুক বন্ধ করল মিয়ানমার

এবার ফেসবুক বন্ধ করল মিয়ানমার

ফেসবুক

বিশ্ব ডেস্ক, ঢাকা: অভ্যুত্থানের পর ক্ষমতা দখল করে আন্দোলন দমাতে টিভি সম্প্রচারের পরে ফেসবুক বন্ধ করে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। দেশটির সাবেক প্রধানমন্ত্রী সু চির নামে মামলা করার পর বৃহস্পতিবার ফেসবুক বন্ধের ঘোষণা দেয়া হয়। খবর- রয়টার্স।

গণমাধ্যমের খবরে বলা হয়, অবৈধভাবে যোগাযোগ প্রযুক্তি কেনার অভিযোগ আনা হয়েছে সু চির বিরুদ্ধে। মিয়ানমারের রাজনৈতিক দলগুলো ফেসবুকে খুব সক্রিয়। অনলাইনে প্রচার-প্রচারণা চালাতে এটিই তাদের অন্যতম ভরসা।

সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এই মুহূর্তে তারা ফেসবুকে গুজব ছড়াচ্ছে।’

গত সোমবার ভোরে অং সান সু চিকে গ্রেফতার করা হয়। তিনি এখন রিমান্ডে।

২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে দাবি করে সোমবার নতুন সংসদ অধিবেশন স্থগিত করে সামরিক বাহিনী। তবে গত সপ্তাহে সেনাবাহিনীর এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইউনিয়ন নির্বাচন কমিশন। পনেরো বছরের গৃহ বন্দিত্বের অবসানের পর ২০১০ সালে মুক্তি পেয়েছিলেন অং সান সু চি, তার ১০ বছর কাটতে না কাটতেই আবারও বন্দি করা হল তাকে।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ