14 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাইয়ে বিএনপির মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাংচুর

ধামরাইয়ে বিএনপির মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাংচুর


বিএনএ, সাভার (ঢাকা) : দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে ঢাকার ধামরাইয়ে মিছিল করেছে বিএনপি। এসময় পুলিশ বাধা দিলে পুলিশের গাড়ি ভাংচুর করা হয়।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএনপির মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিএনপির দুইজনকে আটক করা হলে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পুলিশের একটি গাড়ি ভাংচুর করে আন্দোলনরত বিএনপির কর্মীরা।

বিএনএনিউজ/ইমরান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ