বিএনএ, ডেস্ক :টেকনাফ সদরের কে কে পাড়া এলাকায় বিশ হাজার পিস ইয়াবাসহ আটক হয়েছে আব্দুল গফুর নামে এক সিএনজি অটোরিকশা চালক।বুধবার (৪ ডিসেম্বর) সকালে হ্নীলা হতে আসার পথে তাকে আটক করে ডিএনসি টেকনাফ বিশেষ জোনের একটি টিম।
গ্রেফতারকৃত আব্দুল গফুর (৪৩) নীলা ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল করিমের ছেলে ।
জানা যায়, টেকনাফ সদর এলাকার কে কে পাড়া হতে আব্দুল গফুরকে (৪৩)একটি সিএনজি অটোরিকশা করে ইয়াবা পাচারের সময় গ্রেফতার করে ডিএনসি টেকনাফ বিশেষ জোনের একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে সহকারি পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, ৪ জানুয়ারি সকাল ৯ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের এএস আই আমজাদ হোসেনের নেতৃত্বে আব্দুল গফুরকে বিশ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করে এবং তার সিএনজিও আটক করে।
বিএনএ/ ওজি