30 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » ৫০ টাকার নতুন নোট আসছে বাজারে

৫০ টাকার নতুন নোট আসছে বাজারে

৫০ টাকার নতুন নোট

বিএনএ: ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট আসছে বাজারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত এই নোট ৮ জানুয়ারি ইস্যু করা হবে।

বুধবার (৪ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে প্রথমে এই নোট ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও এই নোট পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের নোটের মতোই অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ হিসেবে চালু থাকবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ