22 C
আবহাওয়া
১:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » হুন্ডি নয় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠান: প্রধানমন্ত্রী

হুন্ডি নয় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

বিএনএ: হুন্ডি নয় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে এবং দেশে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৪ জানুয়ারি) যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে থেকে আসা প্রবাসী আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। এসময় প্রবাসী নেতাদের দেশে বিনিয়োগ করার আহ্বান জানান সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, সারাদেশে একশত অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা হয়েছে। যারা আগ্রহী, তারা সেখানে বিনিয়োগ করতে পারেন। অংশীজনের সাথেও বিনিয়োগ করতে পারেন। আপনারা যতো বেশি বিনিয়োগ করবেন, দেশ ততো বেশি সুফল পাবে। বাংলাদেশে বিনিয়োগ আসায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ ভাল। বিদেশিরাও এখন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে সৃষ্ট বৈশ্বিক মন্দায় মানুষের দুভোর্গের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে অন্তত: খাদ্যে যাতে কষ্ট না পায়, সেজন্য তার সরকার সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে। বলেন, যত অর্থই লাগছে, বিশ্বের যে কোন দেশ থেকেই খাদ্য ক্রয় করছে সরকার।

শেখ হাসিনা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আমাদের সমস্যা হলেও জনগণকে কষ্ট পেতে দেব না। বলেন, বৈশ্বিক মন্দায় সারাবিশ্বে মূল্যস্ফীতি বাড়লেও বাংলাদেশে কিছুটা কমেছে।

দেশে আমন ধানের উৎপাদনে সন্তোষ প্রকাশ করে সরকার প্রধান বলেন, আমনের ভাল ফলন হয়েছে। কৃষকরা এখন বোরো আমন ধান চাষে ব্যস্ত সময় কাটাচ্ছে। দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ের ব্যবস্থা করে দিতে সরকার কাজ করে যাচ্ছে। সরকারি কর্মকর্তাসহ প্রত্যেকে দেশকে সম্মৃদ্ধির পথে এগিয়ে নিতে ভাল কাজ করছে। বক্তব্যে দুর্যোগ বা যে কোন প্রয়োজনে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন শেখ হাসিনা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ