35 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ফেব্রুয়ারিতে সৌদি সফর করবেন এরদোগান

ফেব্রুয়ারিতে সৌদি সফর করবেন এরদোগান


বিএনএ, বিশ্বডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আগামী ফেব্রুয়ারি মাসে সৌদি আরব সফর করবেন। প্রেসিডেন্ট এরদোগান নিজেই তার এই সম্ভাব্য সফরের কথা জানিয়েছেন।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেটে দেশটির ভিন্ন মতাবলম্বী খ্যাতিমান সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এই প্রথম এরদোগান সৌদি আরব সফর করবেন। জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব এবং তুরস্কের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়। ২০১৮ সালের ২ অক্টোবর জামাল খাশোগিকে সৌদি আরবের একটি ঘাতকদল হত্যা করে।

সোমবার এরদোগান সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, “তারা ফেব্রুয়ারি মাসে আমার সফর প্রত্যাশা করছেন, তারা আমাকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন এবং ফেব্রুয়ারি মাসে আমি সৌদি আরব সফর করব।” তবে রিয়াদের পক্ষ থেকে পরিকল্পিত এই সফরের কথা এখনো নিশ্চিত করা হয় নি।

জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরব পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্ক থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয়। এছাড়া সিরিয়া এবং লিবিয়া ইস্যুতেও তুরস্কের সঙ্গে সৌদি আরবের মতপার্থক্য রয়েছে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ