21 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » জামালপুরে নব-নির্বাচিত ২৫ চেয়ারম্যানের শপথ

জামালপুরে নব-নির্বাচিত ২৫ চেয়ারম্যানের শপথ

জামালপুরে নব-নির্বাচিত ২৫ চেয়ারম্যানের শপথ

বিএনএ,জামালপুর : জামালপুর জেলার সদর উপজেলা, মেলান্দহ ও ইসলামপুর উপজেলার নব-নির্বাচিত ২৫ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে জামালপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জামালপুর সদর উপজেলার ১৪ জন, মেলান্দহ উপজেলার ৬ জন ও ইসলামপুর উপজেলায় ৫ জন নব নির্বাচিত চেয়ারম্যানকে শপথ গ্রহণ করান।

শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুর্শেদা জামান। শপথ নেয়ার পূর্বে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দিলরুবা আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মাহমুদা বেগম।

জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে।

বিএনএনিউজ২৪.কম/এম শাহীন আল আমীন/এনএএম

Loading


শিরোনাম বিএনএ