বিএনএ,জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার এক নম্বর প্যানেল মেয়র নুরে আলম সিদ্দিকী জুয়েলকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়ার পর প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ।
এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর- শাখা ২ এর উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর সভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ সাময়িক বরখাস্ত হওয়ায় পৌরসভা কার্যবিধির (২০১২) বিধান অনুযায়ী প্যানেল মেয়র নুরে আলম সিদ্দিকী জুয়েলকে বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে পৌর সচিবের সঙ্গে যৌথ স্বাক্ষরে পৌর তহবিল পরিচালনাসহ দৈনন্দিন যাবতীয় ক্ষমতা দেওয়া হয়।
বিএনএনিউজ২৪.কম/এম শাহীন আল আমীন/এনএএম