22 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপি গণতন্ত্রের মানেই বুঝে না : আইনমন্ত্রী

বিএনপি গণতন্ত্রের মানেই বুঝে না : আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করবে সরকার: আইনমন্ত্রী

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : বিএনপি গণতন্ত্রের মানেই বুঝে না উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, আপনারা গণতন্ত্রের মানেই বুঝেন না। আপনাদের সময় মানুষ খুন হতো, খুনীরা হেঁটে বেড়াতো। তাদের সময়ে তো দেশে ছিলো বন্দুকতন্ত্র।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালী অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেন, ১৯৪৮ সালে বঙ্গবন্ধু যখন বুঝতে পারেন পাকিস্তানের স্বাধীনতা বাংলাদেশের মানুষের ভবিষ্যত পরিবর্তন করবে না। তারা শাসক হবে, বন্ধু হবে না। তখন বঙ্গবন্ধু দুইটা ধারা চালু করেন। একটা ছাত্র-যুবক চাহিদা তৈরি করা, আরেকটা ভাগ্য পরিবর্তনের জন্য রাজনৈতিক দল।

তিনি বলেন, বাংলাদেশ সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন দেখাচ্ছেন।

আইনমন্ত্রী ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রস্তুত থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ উপহার দিয়ে যাবেন আপনাদেরকে সেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূইয়া জীবন, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানিক প্রমুখ।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ